শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে গুরু পূর্ণিমা উৎসব বৃহস্পতিবার

বরাক তরঙ্গ, ৮ জুলাই : প্রতি বছরের ন্যায় এবছরও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে গুরু পূর্ণিমা উৎসব সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম মেনে পালিত হবে। বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, সকাল ৯টায় শ্রীশ্রী গুরু পূজা, ১১টায় সমবেত পার্থনা, দুপুর ১ টায় উপস্থিত ভক্তদের মধ্যে মধ্যে মহাপ্রসাদ বিতরণ,গুরুর বাণী পাঠ সহ আরও অন্যান্য সনাতনী ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালিত হবে এবছরের শুভ গুরু পূর্ণিমা উৎসব।এই শুভ গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদেরকে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান কর্মাধ্যক্ষ স্বামী মহানন্দ গিরি মহারাজ।

Spread the News
error: Content is protected !!