বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উৎসব শিলচর শঙ্করমঠ ও মিশনে
বরাক তরঙ্গ, ৮ জুলাই : অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণীস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনে গুরু পূর্ণিমা উৎসব নানান সনাতনী ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালিত হবে আগামী বৃহস্পতিবার। এদিন ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গল আরতি, ৮টা ৩০ মিনিটে বিশেষ গুরু পূজা, দুপুর ১২টায় ভোগ আরতি, ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ প্রসাদ বিতরণ এবং ৮:৩০ মিনিটে সন্ধ্যারতি ও গুরু তত্ত্ব আলোচনা করা হবে।
বৃহস্পতিবার মহা পবিত্র গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে এই অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদেরকে শিলচর শংকর মঠ ও মিশনে উপস্থিত থাকিয়া অনুষ্ঠানমালাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ অনুরোধ জানান।