শপথ অনুষ্ঠানে এসে কাজিরবাজার-পলডর জিপির গ্রুপ সদস্যা আটক

সভানেত্রী শামিমা, উপ-সভানেত্রী সিতারা নির্বাচিত____

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শপথ গ্রহণ করতে এসে পুলিশের হাতে আটক হলেন গ্রুপ সদস্যা। ঘটনাটি বৃহস্পতিবার পাথারকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে ঘটেছে। এ দিন পূর্ব সূচি অনুযায়ী পলডর-কাজিরবাজার জিপির গ্ৰুপ সদস্যদের শপথ গ্ৰহণ অনুষ্ঠান ছিল। এতে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয়।  জিপির ৯ নম্বর গ্রুপের সদস্যা রাজিয়া বেগম শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হলে পুলিশ আটক করে। রাজিয়া সহ ৮ নম্বর গ্রুপের সদস্যা সাহেনা বেগমের হলফ নামায় জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠার পর, মূল সার্টিফিকেট নিয়ে ১৪ জুলাই ব্লক পাথারকান্দি কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছিলেন ব্লক অফিসার অজয় ছেত্রী। কিন্তু প্রমাণপত্র সন্তোষজনক না হওয়ায় ৮ দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে শপথ অনুষ্ঠানে সাহেনা বেগম হাজির হননি। 

রাজিয়ার প্রতিনিধি এনাম উদ্দিন আবুল বলেন, রাজিয়া বেগমকে নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে। যার সহযোগিতা করছেন পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক ও স্থানীয় প্রশাসন। একজন নির্বাচিত প্রতিনিধিকে শপথ গ্ৰহণের সংযোগ না দিয়ে তাঁকে প্রশাসন কর্তৃক তুলে নেওয়া কোনও অবস্থায় সমর্থন করা যায় না।

এদিকে, কাজির বাজার পলডর জিপি সভানেত্রী হিসাবে নির্বাচিত হন ৬ নম্বর গ্রুপের সদস্যা শামিমা আক্তার ও সহ-সভাপতি হয়েছেন সিতারা বেগম। এদিন শামিমা আক্তার, সিতারা বেগম সহ গ্ৰুপ সদস্য ও প্রতিনিধিদের নিয়ে জিপিতে বিজয় মিছিল করেন তাঁদের সমর্থকেরা।

Spread the News
error: Content is protected !!