খেলার সময় হৃদরোগে আক্রান্ত, গ্র্যান্ডমাস্টারের মৃত্যু
৫ জুলাই : জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন বোর্ডের ওপর লুটিয়ে পড়ে প্রয়াত হলেন বাংলাদেশের তারকা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। টুর্নামেন্টের এক আধিকারিক জানিয়েছেন, ম্যাচ চলাকালীন তিনি স্ট্রোকে আক্রান্ত হন। বয়স হয়েছিল ৫০ বছর।
এই ঘটনায় গোটা ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডের ম্যাচ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে যায় বলে জানানো হয়েছে।