শিলচর আশ্রম রোডের এক বাড়ি থেকে বিশাল অজগর পাকড়াও

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক বাড়ি থেকে বিশাল অজগর সাপ পাকড়াও করা হল। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের শ্রীধর লেনের রথীন্দ্র ভট্টাচার্যের বাড়িতে দশ ফুটেরও বেশি লম্বা অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি নজরে পড়লে হইচই শুরু হয়ে যায় এলাকায়।

স্থানীয়রা ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউট পোস্ট এবং বন বিভাগের কর্মীদের খবর দেন। বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে। উদ্ধার কাজে সাহসিকতার সঙ্গে সহযোগিতা করেছেন স্থানীয় ক্লাব আমরা’র সদস্য রাহুল দাস,রঞ্জন পুরকায়স্থ ও অমরজিৎ বিশ্বাস।
পরে পুলিশ ও বন বিভাগের কর্মীরা সাপটি নিয়ে যান।

শিলচর আশ্রম রোডের এক বাড়ি থেকে বিশাল অজগর পাকড়াও

Author

Spread the News