করিমগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে গভর্নর অফিসিয়াল ক্লাব পরিদর্শন ও চার্টার নাইট উদযাপন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ সফলভাবে আয়োজন করল জেলা গভর্নরের (ডি জি) অফিসিয়াল ক্লাব পরিদর্শন এবং ক্লাব চার্টার নাইট উদযাপন। শিলচর রোডে লায়ন্স সার্ভিস সেন্টারে লায়ন্স ৩২২জির ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সীমা গোয়েঙ্কা প্রথমে লায়ন প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স এর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলবার। ডিস্ট্রিক্ট গভর্নরের সঙ্গে ক্লাব হাউজে একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এবং সেখানে ক্লাবের কাজকর্মের পর্যালোচনা করা হয় এবং তারপর ক্লাবের সার্ভিস সেন্টারে সর্বসাধারণের জন্য একটি ওয়াটার ফিল্টার লায়নের ডিস্ট্রিক্ট গভর্নর সীমা গোয়েঙ্কা জির মাধ্যমে উদ্বোধন করা হয়। সন্ধ্যা ৭টায় করিমগঞ্জের হোটেল নক্ষত্র-এ জেনারেল মিটিং, ক্লাব চার্টার নাইট, এবং ক্লাব ফেলোশিপ অনুষ্ঠান এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।সেখানে ক্লাব সদস্য, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত থেকে সন্ধ্যাটিকে স্মরণীয় করে তোলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন সীমা গোয়েন্কা যিনি করিমগঞ্জ লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ক্লাবের স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মসূচির প্রশংসা করে বলেন, ক্লাবের সদস্যরা মানবসেবার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে অসাধারণ কাজ করে চলেছেন।
এই অনুষ্ঠানে লায়ন ডিস্ট্রিক্ট ৩২২জি এর ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি দিলীপ শরাফ, রতন গোয়েঙ্কা, রিজিওনাল চেয়ারপারসন সব্যসাচী রুদ্র গুপ্ত এবং জোন চেয়ারপারসন সঞ্জীব রায় সহ আমন্ত্রিত বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন । পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাবের অতীত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ক্লাবের সভানেত্রী সঞ্চয়িতা দেব তাঁর ভাষণে সমস্ত অতিথিদের স্বাগত জানান এবং সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্পাদক নরেন্দ্র বনিক ক্লাবের সামাজিক কাজকর্মের বিবরণ তুলে ধরেন। ক্লাব সভানেত্রী সঞ্চয়িতা দেব ক্লাবের চার্টার মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট দেরকে উত্তরীয় দিয়ে সম্মানিত করেন। সাংস্কৃতিক পরিবেশনা ও কয়েকজন মেম্বারের বিবাহ বার্ষিকী ও জন্মদিন পালনের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং নতুন উদ্দীপনার সাথে ভবিষ্যতের আরও বেশি সেবামূলক কার্যক্রম পরিচালনার সংকল্প নেওয়া হয়। জাতীয় সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি লায়ন রীমা বনিক সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করেন বলে ক্লাবের জনসংযোগ অধিকারীক শিখা দে জানান।