ফের ধস পাহাড় লাইনে, বিপাকে জিএনএম, এএনএম ইন্টারভিউ প্রার্থীরা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুলাই : ফের লামডিং- বদরপুর সেকশনের মুপা দিহাকু মুপা স্টেশনের মধ্যে ৫০/-২ কিলোমিটারে ধস নামল। এতে ট্রেন চলাল পুনরায় বন্ধ হয়ে পড়ে। ধসের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

এ দিকে, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস শিলচর থেকে সাতটায় ছাড়ার কথা থাকলেও সাড়ে নটায় ছাড়ে। বদরপুর এসে পৌঁছায় এগারোটা চল্লিশ মিনিটে। এখানে এসে ট্রেন ৩ টায় গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিবে বলে ঘোষণা করা হয়। কিন্তু ১টা ৩০ মিনিটে আবার ঘোষণা করে এই ট্রেনটি আগামী দুই দিনের জন্য বাতিল করা হয়। শুধু এটা নয় এই রুটের সবগুলো ট্রেন বাতিল করা হয়েছে। মোপা স্টেশনের কাছে নতুন করে ধস নামার জন্য ট্রেনগুলি বাতিল করা হয়।

ট্রেন বাতিলের কারনে যাত্রী ছাড়াও বিশেষ করে জিএনএম এবং এএনএম চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া বরাকের প্রার্থীরা বিপাকে। উল্লেখ্য, ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনে অধীনে রেগুলার পদে তাদের ইন্টারভিউ ৮ জুলাই।

Author

Spread the News