euro cup : শেষ ষোলও জার্মানি, ড্র করল স্কটল্যান্ড
২০ জুন : জোড়া জয়ে ইউরো কাপে দারুণ শুরু জার্মানির। স্কটল্যান্ডের পর হাঙ্গেরি। বুধবার ২-০ গোলে জিতে শেষ ষোলোর ছাড়পত্র সংগ্রহ করল জার্মানি। গোল করেন জামাল মুসিয়ালা এবং ইকায় গুন্ডোগান। দু’ম্যাচেই গোল পেলেন বায়ার্ন মিউনিখের তরুণ ফুটবলার। এদিনও নজরকাড়া ফুটবল উপহার মুসিয়ালার। দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে দাপুটে শুরু জার্মানদের। যদিও স্কটল্যান্ড ম্যাচের সেই ম্যাজিক ছিল না। পাঁচ গোলে জেতার পর তুলনায় ম্যাড়ম্যাড়ে ফুটবল। চ্যালেঞ্জ ছুড়ে দেয় হাঙ্গেরি। কিন্তু শেষপর্যন্ত সহজ জয় তুলে নেয় নাগেলসম্যানের দল। এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি গোল না হজম করা। আন্তর্জাতিক মঞ্চে শেষ ১২ ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি জার্মানি। বিশ্বকাপ এবং ইউরোয় শেষ এক ডজন ম্যাচে অন্তত একটি গোল হজম করেছে জার্মানরা। আগের দিনও শেষমুহূর্তে গোল খায়। কিন্তু এদিন ক্লিনশিট রাখতে সক্ষম হয়। ম্যাচের ৯০ মিনিটে গোললাইন সেভ করেন কিমিচ।
এ দিনের অপর ম্যাচে সুইজারল্যান্ডের মুহুর্মুহু আক্রমণ সামলেও ড্র করল স্কটল্যান্ড। ম্যাচে প্রথম লিড নেয় স্কটিশরাই। স্কট ম্যাকটোমিনের শট সুইডিশ ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় তেকাঠির মধ্যে। ১৩ মিনিটের মাথায় পিছিয়ে পরে ২৬ মিনিটের মাথায় ফিরে আসে সুইজারল্যান্ড। ডিফেন্ডারদের ভুলকে কাজে লাগিয়ে জোরালো শটে সমতা ফেরান শাকিরি। একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এনডোয়ে। নাহলে ড্র নয় জয় নিয়েই ফিরত সুইডিশরা।