প্রতিষ্ঠা দিবসে বিশেষ অনুষ্ঠান জিসি কলেজের

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শিলচর শহর তথা বরাক উপত্যকার অন্যতম প্রতিষ্ঠিত মহাবিদ্যালয় গুরুচরণ কলেজের ৯০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সোমবার এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন এবং তাঁদের কথায় উঠে আসে গোটা উপত্যকায় এক উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুচরণ কলেজের অবদানের কথা।

কলেজ অধ্যক্ষ বিভাস দেবের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি সমরকান্তি রায় চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ জগদীশ চন্দ্র মজুমদার, যুগশঙ্খ পত্রিকার কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ, এনসিসি কমান্ডিং অফিসার আমোদ চন্দনা সহ অন্যান্যরা। এছাড়া কলেজের উপাধ্যক্ষ গোপা সিনহা এবং আইকিউএসি কো-অর্ডিনেটর অপ্রতীম নাগ মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা দিবসে বিশেষ অনুষ্ঠান জিসি কলেজের

বিভাস দেব জানান, সরকারের একের পর এক ভালো নীতি এবং স্থানীয় নেতাদের সহযোগিতায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নত হচ্ছে। তিনি এদিন তিনটি নতুন কোর্সের শুরুর কথা ঘোষণা করেন। সেইসঙ্গে গুরুচরণ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রণোজ পেগুকে ধন্যবাদ জানান। সঙ্গে তিনি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন অনুষ্ঠানে দাঁড়িয়ে গুরুচরণ কলেজের গৌরবময় যাত্রার কিছু বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আজ এই বিশেষ মুহূর্ত উদযাপনে সামিল হয়ে আমি অত্যন্ত আনন্দিত। শিলচরের বুকে এই ঐতিহ্যবাহী কলেজের ভিত গড়ে তুলেছিলেন বিষ্ণুচরণ দেব, কিরণশশী নাগ, গুরুচরণ নাগের মত মহান ব্যক্তিরা। সেই গৌরবময় যাত্রাকে স্মরণীয় করে তুলতে ২০২২ সালের নভেম্বরে কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর বাস্তবায়ন প্রক্রিয়া জোরকদমে চলছে। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের সময় গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হচ্ছে। এতে শুধু বরাক উপত্যকা নয় আমাদের চারপাশে থাকা আরও অনেক এলাকার মানুষ লাভবান হবেন। আমরা আগেও এই কলেজের উন্নতিতে নিজেদের মতো করে যোগদান দিয়েছি, আগামীতেও এই চেষ্টা চলবে।’ ১৫ জুলাই ২০২৪ শিলচর গুরুচরণ কলেজের ৯০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এরপর ছাত্রছাত্রীরা কলেজ সঙ্গীত পরিবেশন করে। কলেজের উপাধ্যক্ষা স্বাগত বক্তব্যে গুরুচরণ কলেজ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং অতিথিদের স্বাগত জানান।

Author

Spread the News