স্নাতকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত, বিক্ষোভে উত্তাল জিসি কলেজ
একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে মিলছে না ভর্তির সুযোগ
বরাক তরঙ্গ, ২৬ জুন : স্নাতকে ভর্তির দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল শিলচরের ঐতিহ্যবাহী জিসি কলেজে। বুধবার এ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকেও। পরিস্থিতি সামাল দিতে কলেজ চত্বরে ছুটে আসতে হয়েছে অতিরিক্ত জেলাশাসককে। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেন।
পড়ুয়াদের বক্তব্য, এই কলেজেই দু’বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে, কেউ ৬৫ শতাংশ তো কেউ ৭০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্নাতকে তাদের ভর্তি করা হচ্ছে না। অথচ নানা কৌটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে। পক্ষপাতমূলক আচরন করা হচ্ছে বলে অভিযোগ তুলেন। অবিলম্বে তাদের ভর্তির ব্যবস্থা করার জোরালো দাবি জানান।