নর্থ হাওয়াইতাঙে সেমিতে গ্যাং মাইডু
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : নর্থ হাওয়াইতাঙে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফির নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে স্থান করে নিল গ্যাং মাইডু। বুধবার তারা লায়লাপুর ইয়ং স্টারকে ৪-২ গোলে হারা হারায়। ম্যাচে প্রথম গোল করে ইয়ং স্টার। ১১ মিনিট গোল করে ইয়াং স্টারকে এগিয়ে নেন লালরিংপুইয়া। গোলের এক মিনিটের মধ্যেই দলকে সমতায় নিয়ে আসেন ইমানুয়েল। খেলার ১৫ মিনিটে ফের লায়লাপুর লিড নেয়। গোল করেন আকবর হোসেন লস্কর। ২০ মিনিটে জোসেফ মার গ্যাং মাইডুকে সমতা নিয়ে আসেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রথমার্ধ্ব শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বে ইয়ং স্টার স্কোর এগিয়ে নিতে পারেনি। ৪০ মিনিটে কাবুল গোলে সমতা ভেঙে জয়ের দিয়ে এগোতে শুরু করে গ্যাং মাইডু। ৪৩ মিনিটে জোসেফ মার জয় নিশ্চিত করেন। ম্যাচে জোড়া গোল করেন তিনি।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন জোসেফ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সমাজকর্মী শহিদুল আলম লস্কর। এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও বুলবুল হোসেন লস্কর। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখী হবে জামালপুর এফসি ও জামিল এফসি নর্থ হাওয়াইথাং।