কুম্ভিরগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গগৈ

বরাক তরঙ্গ, ৪ জুন : কাছাড় জেলা সহ শিলচর শহরের বন্যা প্লাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করতে দু’দিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ।
বুধবার শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে গৌরব গগৈ সংবর্ধনার জোয়ারে ভাসলেন।  তারপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছেন তিনি। সঙ্গে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ শাঠে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,  বন্যাক্রান্ত লোকেদের খোঁজ খবর এবং তাঁদের কথা শোনবেন।

কুম্ভিরগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গগৈ

এ দিন জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন গৌরব গগৈকে সংবর্ধনা জানাতে গেলে উল্টো গগৈ তাঁর গলা থেকে গামছা দিয়ে অভিনন্দন জানালেন ফরিদা পারভিনকে। এরপর তিনি গামছা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা জানান। 

কুম্ভিরগ্রাম বিমানবন্দরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন গগৈ
Spread the News
error: Content is protected !!