আজ থেকে আম্ববাচী মহাযোগ, সাধু, তপস্বী এবং ভক্তদের ভিড়

বরাক তরঙ্গ, ২২ জুন : ঐতিহাসিকভাবে বিখ্যাত কামাখ্যা মন্দিরে আজ থেকে আম্বুবাচী মেলা শুরু হচ্ছে। তবে এবার মেলা নয়, আম্ববাচী মহাযোগ নামে এই মহাসমাগম। নীলাচল পাহাড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, তপস্বী এবং ভক্তদের ভিড় জমে উঠেছে। সবাই উৎসবের আনন্দ উপভোগ করতে সমবেত হয়েছে।

আম্বুবাচী মহাযজ্ঞ আজ ২২ জুন দুপুর ২টা ৫৬ মিনিট ২৭ সেকেন্ডে প্রবৃত্তি হবে। ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। ২৬ জুন সকালে, দেবীর স্নান ও দৈনিক পূজার সমাপ্তির পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

কামাখ্যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ সবার মনে শান্তি নিয়ে আসে। যখন কেউ নীলাচলের অন্তরে প্রবেশ করে, তখন সবাই একটি অনন্য মানসিক সন্তুষ্টির অনুভূতি অনুভব করে। এটি শুধুমাত্র আম্বুবাচী মহাযোগের সময় নয়, নীলাচল পাহাড় সব সময় ভক্তদের উপস্থিতিতে মুখরিত থাকে; তারা সর্বদা ভক্তির সুরে গুনগুন করে। সত্যিই, আম্বুবাচি মহাযোগের সময়ে নীলাচল পাহাড়গুলো এক জমজমাট কেন্দ্র হয়ে ওঠে।

আজ থেকে আম্ববাচী মহাযোগ, সাধু, তপস্বী এবং ভক্তদের ভিড়
Spread the News
error: Content is protected !!