স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্তের জন্মদিন পালন সর্বোদয় ট্রাস্টের
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্তের (লাখুদা) ১২০তম জন্মদিন পালন করল সর্বোদয় ট্রাস্ট। জন্মদিন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করে ট্রাস্ট। শুরুতে তাঁর মূর্তিতে মাল্যদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের কার্যকরী সভাপতি ভাস্কর দত্ত। উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী, অশোক কুমার দেব, অতনু চৌধুরী, চন্দনা দে, অনিতা বসু, মৌসুমী চৌধুরী, বিপা চক্রবর্তী, মধুমিতা আচার্য, রূপশ্রী পুরকায়স্থ, রামেন্দ্র ভট্টাচার্য, গপীচরণ বিশ্বাস, সর্বোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অনেকেই। প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করার পর সর্বোদয় বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী, ভাস্কর দত্ত, অশোককুমার দেব, অতনু চৌধুরী, চন্দনা দে প্রমুখ। প্রত্যেকের বক্তব্যে লাখুদার জীবনের ত্যাগ এবং দেশের জন্য অসাধারণ পরিশ্রম এবং সমস্ত জীবন বলিদান দেওয়ার কাহিনী তুলে ধরা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষ রোপন কার্যসূচি অনুযায়ী দু’টি বৃক্ষ রোপন করা হয়।
উল্লেখ্য, ১৯০৬ সালের ১২ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত জন্ম গ্রহণ করেন বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলার ভুনবির গ্রামে। কলেজে পড়ার সময় তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ঐতিহাসিক লবণ সত্যাগ্রহের সময় তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। সে-সময় তার সহযোগী ছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার ঘোষ। ১৯৩২ সালে ব্রিটিশ সেনা তাঁকে গ্রেফতার করে এবং নয় মাসের কারাদণ্ড দেয়া হয়। জেল থেকে বেরিয়ে আবার তিনি বিভিন্ন আন্দোলনে যোগদান করেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার অপরাধে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘকাল আত্মগোপন করে থাকেন। পরে পুলিশের হাতে ধরা পড়ে তাঁর বিচার হয় ১৯৪৪ সালে পুনঃবার আঠার মাসের কারাদণ্ড দেয়া হয়। ১৯৪৬ সালে মহাত্মা গান্ধীর নোয়াখালী পরিক্রমার অন্যতম সহযোগী ছিলেন এই লাখুদা। স্বাধীনতার পর বর্তমান শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর অঞ্চলে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা ছিন্নমূল উদ্বাস্তুদের সেবা ও পুনর্বাসনের কাজে আত্মনিয়োগ করেন। তাঁরই প্রতিষ্ঠিত মালুগ্রামে চার বিঘা জমিতে সর্বোদয় ট্রাস্টের জমিতে আজ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চলছে। আজ এই সর্বোদয় ট্রাস্টের পক্ষে তাঁর জন্মদিনের অনুষ্ঠান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।