শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন স্বাধীনতা দিবস

শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন স্বাধীনতা দিবস

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : উদ্দীপনা ও দেশপ্রেমের আবহে মর্যাদার সঙ্গে শ্রীভূমিতে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। শুক্রবার সকাল ৯টায় অসম সরকারের পূর্ত, মৎস্য ও পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জেলার বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রী, পুলিশ, জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। পাশাপাশি পরিবেশিত হয় বর্ণিল সাংস্কৃতিক নৃত্য পরিবেশন ও সচেতনতামূলক নাটক।

শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন স্বাধীনতা দিবস

এদিন খেলাধুলা, যোগা, শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জেলার প্রতিভাবানদের সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে প্যারেড, মার্চ পাস্ট, ট্যাবলো প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ। বক্তব্যে মন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন।

এ দিন সকাল ৮টা ৩০ মিনিটে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, স্টেশন রোডে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে এবং ডাকবাংলা রোডস্থিত শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Spread the News
error: Content is protected !!