হাইলাকান্দি রোটারি ক্লাবে বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির
সচেতনতায় ডাঃ আহমেদ হোসেন
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : বিশ্ব হৃদয় দিবসে হাইলাকান্দি রোটারি ক্লাবে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। রবিবার হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে সচেতনতা সভার পাশাপাশি ৭০ জন রোগীর প্রাথমিক পরামর্শ সহ উচ্চ রক্তচাপ পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের বরাক উপত্যকা শাখা। এ দিন হাইলাকান্দি রোটারি ক্লাবে বরাক উপত্যকার বিশিষ্ট হৃদ রোগ বিশেষজ্ঞ ডাঃ আহমেদ হোসেন চৌধুরী, ডাঃ মানব নাথ, ডাঃ সিদ্ধার্থ কুমার দত্ত রোগী দেখেন। এছাড়াও বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে ডাঃ আহমেদ হোসেন বিভিন্ন পরামর্শ দেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নশীল হতে অনুরোধ জানান। ক্লাবের পক্ষ থেকে সবাইকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া ও ক্লাব সদস্য পিনাক কান্তি চক্রবর্তী সম্প্রতি কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা আয়ুক্ত করোনাকালে বিশেষ ভূমিকা পালন করার জন্য শংসাপত্র প্রদান করার জন্য হাইলাকান্দি ক্লাবের সদস্যদের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি সমীরণ পাল সংবর্ধনা জানান।
এদিনের শিবিরে পিনাককান্তি চক্রবর্তী প্রয়োজনীয় ইসিজি করেন এবং তাকে সহযোগিতা করেন মঞ্জু দাস ও মামনি নুনিয়া। এদিন জেলার বিভিন্ন স্থান থেকে জনগন শিবিরে প্রাথমিক পরামর্শের জন্য আসেন। কিছু সাধারণ রোগের ও ছিলেন তাদের ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শিবির কে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আসাম হার্ট কেয়ার সোসাইটির সদস্য এবং রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি সমীরণ পাল, প্রাক্তন সভাপতি তথা এজি হরকিশোর চন্দ, প্রীতিকনা পাল, শংকর চৌধুরী, কামাল হোসেন চৌধুরী বর্তমান ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী, সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী বিশেষ ভূমিকা পালন করেন।
এছাড়াও বিভিন্ন মেডিসিন কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধিরা ওষুধপত্র, ব্লাড সুগার ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করার জন্য ক্লাব সভাপতি বিভাভূষণ চক্রবর্তী বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রেস বার্তায় প্রচার সচিব কামাল হোসেন চৌধুরী এখবর জানান।