উধারবন্দের শালগঙ্গায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : রবিবার শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবন জ্যোতি ইন্সটিটিউট অব ম্যাডিক্যাল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে উধারবন্দ সমষ্টির শালগঙ্গা দুর্গাবাড়ি কমিউনিটি হলে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে দুটি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট ২৭৫ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন । তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ঔষধ পত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এছাড়াও এদিন লুপিন ল্যাবস কর্তৃক রোগীদের বিনামূল্যে ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে।

এদিনের স্বাস্থ্য শিবিরে ডাঃ রাজদীপ রায়, ডাঃ সুব্রত নন্দী, ডাঃ পিনাকপাণি ধর, ডাঃ শম্ভুদ্ধ ধর, ডাঃ ধ্রুবজ্যোতি নাথ, ডাঃ প্রিয়ঙ্কা দেব, ডাঃ মাসুম, ডাঃ জে ফারহিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন। এদিনের স্বাস্থ্য শিবিরে জীবনজ্যোতি ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালের পক্ষে প্রেমকিরণ নাথ এবং শিব সুন্দরী নারীশিক্ষাশ্রম হাসপাতালের পক্ষ থেকে অংশু কুমার রায়, পুলক দাস ও মঞ্জুল দেব উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিবির পরিচালনা করতে সহযোগিতা করে বিবেকানন্দ মণ্ডল শালগঙ্গা, সংস্থার পক্ষে সভাপতি নবারুণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুপ্রিয় বড়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিনের স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালের সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডাঃ রাজদীপ রায় বলেন, স্বাস্থ্য শিবির আয়োজনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলকে বেছে নেই কারণ প্রত্যন্ত অঞ্চলের রোগীরা আর্থিক ভাবে দুর্বল থাকেন এবং আর্থিক প্রতিকূলতার জন্য তারা শহরে গিয়ে ভাল হাসপাতালে চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে হিমশিম খান। গতিকে এইসব অসহায় মানুষদের কথা চিন্তা করে আমরা এধরণের উদ্যোগ নিয়েছি যাতে বাড়ির কাছেই ঐসব রোগীরা চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারে। অসহায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফুটাতে পারা আমাদের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আজকে দু’টি হাসপাতালের তরফে আমরা রোগীদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ পত্র তুলে দিয়েছি, আগামীদিনেও আমাদের তরফে এধরণের স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগ জারী থাকবে বলে জানান ডাঃ রাজদীপ। আগামী ১৭ আগস্ট রবিবার মালুগ্রাম মধুরাঘাটে সকাল ১০টায় পরবর্তী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে বলে জানান রাজদীপ। 

Spread the News
error: Content is protected !!