পাথারকান্দিতে চুরি হওয়া চারটি বাইক সহ চার চোর গ্রেফতার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : পাথারকান্দি অঞ্চলে সাম্প্রতিক বাইক চুরির ঘটনায় জনতার সহযোগিতা ও পুলিশি তৎপরতায় অবশেষে চার যুবককে আটক করা হয়েছে। চুরি হওয়া বাইকসহ তাদের গ্রেফতার হওয়ায় এলাকাজুড়ে স্বস্তির সঞ্চার হয়েছে।
দু’দিন পূর্বে পাথারকান্দির পেকুরগ্রাম খেলার মাঠে একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে পশ্চিম চেংজুর গ্রামের সিফার উদ্দিনের এএস-১০এফ-৩৯৯৫ নম্বরের পালসার বাইক চুরি হয়ে যায়। ঘটনার পরপরই বাইকের মালিক পাথারকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রবিবার বিকেল প্রায় তিনটার দিকে তিনজন যুবক দু’টি বাইক নিয়ে মানিকপাড়া দিকে যাচ্ছিল। এসময় সচেতন স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বাইকের নম্বর। চুরি হওয়া বাইকের নম্বর চিনতে পেরে তারা সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে এলাকাবাসী তাদের পুলিশের হাতে সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হল মুন্না আহমেদ, সুলতান আহমেদ, বাড়ুয়াইল গ্রামের বাসিন্দা ও রিজওয়ান আহমেদ, কাবাড়ীবন্দ গ্রামের বাসিন্দা।
পরে পুলিশি তদন্তে আরও একটি চুরি হওয়া বাইকের সন্ধান পাওয়া যায়। একই সঙ্গে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জড়িত থাকার অভিযোগে বাড়ুয়াইল গ্রামের মামুন আল আমিন নামে আরেক যুবককেও গ্রেফতার করা হয়।
এ ঘটনার জের ধরে এখন পর্যন্ত চারটি চুরি হওয়া বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় বাইক চুরির সঙ্গে জড়িত। জনতার সহযোগিতা না পেলে এদের ধরা সম্ভব হতো না।
পাথারকান্দি থানার পুলিশ ইতিমধ্যেই মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। চুরি হওয়া অন্য বাইকগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। রবিবার বিকেলে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।