মেয়েকে ভালোবাসতে বাধা দেওয়ায় স্বামীকে খুন করালেন স্ত্রী, ধৃত চার

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মেয়েকে ভালোবাসতে বাধা দেওয়ায় দুই সুপারি কিলার দিয়ে স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে স্ত্রী।
ডিব্ৰুগড়ের এমনই এক ভয়ংকর ঘটনা সামনে এসেছে। নবম শ্রেণির এক ছাত্রী মায়ের সঙ্গে মিলিত হয়ে নিজের বাবাকে হত্যা করেছে। হত্যার পর ঘটনাটিকে ডাকাতির সময় খুন বলে চালানোর চেষ্টা করা হয়। তবে মৃত ব্যক্তির ভাইয়ের সন্দেহ হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে এবং একটি ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস হয়। পুলিশ ওই ব্যবসায়ীর হত্যার অভিযোগে স্ত্রী, কন্যা এবং আরও দু্জনকে গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে, ভাড়াটে খুনি দিয়ে বাবাকে খুন করানো হয়েছিল। মেয়ের প্রেমে বাধা দেওয়ার জন্য ১ লক্ষ টাকা সুপারি দিয়ে দুই যুবক উত্তমকে হত্যা করে নিহতের স্ত্রী ববি সোনোয়াল এবং তার মেয়ে।

পুলিশের তথ্যানুসারে, ডিব্ৰুগড় জেলার লাহোয়াল এলাকার লাহোন গ্রামের বাসিন্দা ব্যবসায়ী উত্তম গগৈকে ২৫ জুলাই হত্যা করা হয়। তাকে খুন করার পর ঘটনাটিকে লুটপাটের চেহারা দেওয়ার চেষ্টা করা হয়। হত্যার খবর প্রথমে স্ত্রীই উত্তম গগৈর ভাইকে দেয়। ভাই ঘটনাস্থলে এসে দেখতে পান, উত্তম গগৈর কান কাটা। তখনই তাঁর সন্দেহ হয়। স্ত্রী দাবি করে, উত্তমের মৃত্যু স্ট্রোকের কারণে হয়েছে। কিন্তু ভাই সন্দেহজনক পরিস্থিতির কথা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে এই ভয়ংকর হত্যার ষড়যন্ত্র।

Spread the News
error: Content is protected !!