কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত চার
২৩ মে : রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভলি এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন আমুদান কেমিক্যালস প্রাইভেট লিমিটেড নামে একটি রাসায়নিক কোম্পানির কারখানায় অন্যদিনের মতোই কাজ চলছিল। সেই সময় আচমকাই সেটির বয়লারে বড় ধরনের বিস্ফোরণ হয়। তা থেকে আগুন লেগে যায় কারখানা চত্বরে। তবে বিস্ফোরণের কারণ কী, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
কল্যাণ ডম্বিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (কেডিএমসি) আধিকারিকরা জানিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ ডম্বিভলি পূর্বের আমুদান কেমিক্যালস প্রাইভেট লিমিটেডে একটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার শব্দ ২ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। বিস্ফোরণের পর আশেপাশের বাড়ির কাচ ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। এছাড়া স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তারাও সেখান গিয়েছেন। উদ্ধার কাজ জারি আছে। এখবর লেখা পর্যন্ত বিস্ফোরণে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন।
অন্যদিকে, ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।তিনি বলেছেন, ‘ঘটনাটি দুঃখজনক। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এনডিআরএফ, টিডিআরএফ এবং ফায়ার ব্রিগেডের টিম উদ্ধারকাজ চালাচ্ছে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’