বিপুল পরিমাণে গাঁজা ও হেরোইনসহ চারজন আটক শিলচরে
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাছাড় পুলিশ শিলচর আইএসবিটি ও কালিবাড়ী চর এলাকায় পৃথক দু’টি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এ কাণ্ডে জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটকরা হল পশ্চিম ত্রিপুরার বিশ্বজিৎ পাল, তিনসুকিয়ার ভৈমন চেতিয়া, শিলচর কালিবাড়ি চরের নেকিম উদ্দিন মজুমদার ও বাহার উদ্দিন লস্কর।
অভিযান চলাকালে পুলিশের দল ৪টি সিলিন্ড্রিক্যাল ড্রামের ভেতর থেকে ৭০টি বাদামি রঙের প্লাস্টিক মোড়ানো ব্যাগ উদ্ধার করে, এতে প্রায় ৬৫ কেজি গাঁজা পাওয়া যায়।অন্য এক অভিযানে পুলিশ ৪টি সাবান কেস এবং মোট ৬৫০ ভায়াল হেরোইন (ওজন প্রায় ১৬৫ গ্রাম) উদ্ধার করে। এছাড়াও নগদ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাজেয়াপ্তকৃত মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। প্রাথমিক তদন্তে উঠে জানা যায় মাদকদ্রব্য অবৈধভাবে আগরতলা ও কলাসিব থেকে আনা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।