চার দিনের পুলিশ হেফাজতে বিধায়ক আমিনুল ইসলাম

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : পহালগাঁওয়ে নরকীয় ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিধায়ক আমিনুল ইসলামকে শুক্রবার নগাঁও আদালতে হাজির করা হয়। আদালত থেকে তাঁকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। যদিও নগাঁও পুলিশ আদালতে সাত দিনের হেফাজতের আবেদন করেছিল, নগাঁওয়ের অপরাধ শাখার অতিরিক্ত সুপারিনটেনডেন্ট জয়ন্ত বরা জানিয়েছেন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

ধিং থেকে নির্বাচিত এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামকে পহালগাঁওয়ে নরকীয় ঘটনার বিষয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেফতারের পর আজ নগাঁও জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়।

চার দিনের পুলিশ হেফাজতে বিধায়ক আমিনুল ইসলাম

বুধবার, ধিং নির্বাচনী এলাকার পঞ্চায়েত নির্বাচনের একটি সভায় অংশগ্রহণের সময়, বিধায়ক পহালগাঁওয়ের ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে পহালগাঁওয়ে হিন্দু ও মুসলিমদের চিহ্নিত করে হত্যা করার দাবি মিথ্যা।

Spread the News
error: Content is protected !!