বিয়ের চারদিনের মাথায় চরমপন্থা যুবকের
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : প্রেম করে বিধবা মহিলাকে বিয়ে চারদিনের মধ্য়েই চরমপন্থা নিলেন যুবক। শনিবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেরাগি বাজারে। নিহত যুবকের নাম তাপস দাস। তার ভাই রূপক দাস জানান, মামার বাড়িতেই বিয়ে হয় তাপসের। তার সঙ্গে ঘুমিয়ে ছিল। সকালে উঠে আবার কোঠায় ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকি করলে কোন সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে ঢুকলে দেখা যায় তার ঝুলন্ত দেহ।
মাত্র চারদিন আগে, তাপস দাস শিলচর কোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এরপর নিজ ঘরে না গিয়ে, প্রেমিক প্রেমিকা চেরাগি বাজারে মামার বাড়িতে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। কী কারণে যুবক আত্মহত্যা করল তা এখনও স্পষ্ট হয়নি। মহিলাও কিছুই জানেন না বলে জানান। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।