হজরত মুহাম্মদ ও হজরত মুসার ছবি ব্যঙ্গচিত্র, গ্রেফতার চার কার্টুনিস্ট
১ জুলাই : তুরস্কে নবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.) এবং ইহুদি ধর্মের প্রবর্তক হজরত মুসা (আ.)-এর ছবি ব্যঙ্গচিত্রে উপস্থাপন করার অভিযোগে দেশটির পুলিশ চার কার্টুনিস্টকে গ্রেফতার করেছে। সোমবার এই গ্রেফতারের ঘটনা ঘটে তুরস্কের ইস্তাম্বুল শহরে। বিষয়টি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং তীব্র বিতর্ক তৈরি হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতির সীমা নিয়ে।
ঘটনাটি ঘটে একটি জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গচিত্র সাময়িকী লেমান-এর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, এক মুসলিম ও এক ইহুদি ব্যক্তি একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন, আর তাদের পায়ের নিচ থেকে বোমা পড়ছে। উভয়ের পিঠে রয়েছে পাখা, মাথার ওপর আলোকচক্র। মুসলিম ব্যক্তির নাম লেখা হয়েছে ‘মোহাম্মেদ’, যা অনেকের কাছে হজরত মুহাম্মদ (সা.)-কে নির্দেশ করে বলেই প্রতীয়মান হয়। কার্টুনটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তুরস্কের প্রধান পর্যটন এলাকায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে লেমান পত্রিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, এ ধরনের ব্যঙ্গচিত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একে কোনোভাবে বাকস্বাধীনতা বলা যায় না। তারা ইসলামি শরিয়া আইনের আওতায় সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।