নিরাপদে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী
১৫ জুলাই : ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আরও ৩ জন মহাকাশচারীর সঙ্গে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তার ড্রাগন ক্যাপসুলটি ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে। এর পরে, ক্যাপসুলটি নৌকায় আনা হয়। একে একে চার মহাকাশচারীকে ক্যাপসুল থেকে বের করে আনা হয়। ক্যাপসুল থেকে দ্বিতীয় মহাকাশচারী হিসাবে হাসিমুখে বেরিয়ে আসতে আসেন ভারতের শুভাংশু শুক্লা। হাত নেড়ে সবাইকে অভিবাদনও জানান।
১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর সোমবার বিকেল ৪.৪৫ মিনিটে (ভারতীয় সময়) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশ যান। তারপর রওনা দেয় পৃথিবীর দিকে। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টেয় ক্যালিফোর্নিয়ার উপকূলে আসার কথা ছিল। সেই অনুযায়ীই এদিন পৌঁচল স্পেস এক্স-এর ‘ড্রাগন’।