রাধামাধব কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ননীগোপাল দেবনাথ প্রয়াত, শোক
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : প্রয়াত হলেন শিলচর রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ তথা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ ড. ননীগোপাল দেবনাথ। রবিবার রাত ১-২৮ মিনিটে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রেখে গেছেন স্ত্রী নিবেদিতা দেবনাথ, একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার সোহং দেবনাথ সহ অসংখ্য গুনমুগ্ধ ও ছাত্রছাত্রীদের।
প্রয়াত দেবনাথ ২০২০ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং পরে ২০২১ সালের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য ছেলের কাছে হায়দরাবাদ চলে যান। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মেনে রবিবার রাতে পরপারে পাড়ি দেন দেবনাথবাবু। প্রয়াতের পুত্র সোহং হায়দরাবাদের একটি কর্পোরেট কোম্পানিতে অ্যসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন। সোমবার হায়দরাবাদের এক শ্মশানে দেবনাথবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সোহং।
উল্লেখ্য, প্রয়াত ননীগোপাল দেবনাথ ২০১১ সালের ১ অক্টোবর থেকে ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত শিলচর রাধামাধব কলেজের উপাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। এর পাশাপাশি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবেও দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন তিনি। ১৯৮৪ সালের ২৬ অক্টোবর রাধামাধব কলেজে চাকরিতে যোগদান করেন প্রয়াত দেবনাথ এবং পরবর্তীতে ২০১৮ সালের ৩১ জুলাই রাধামাধব কলেজ থেকেই চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। মাঝখানে তিনি কিছুদিন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন।
এদিকে, ননীগোপাল দেবনাথের আকস্মিক প্রয়াণের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাধামাধব কলেজ অধ্যক্ষ ড. দেবাশিস রায়, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, ইনচার্জ প্রিন্সিপাল তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড.সোনালি চৌধুরী সহ কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। শোক প্রকাশ করেছেন রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. অসীমা রায়।