প্রাক্তন প্রধানমন্ত্রীর গৃহে আগুন, মৃত্যু স্ত্রীর

৯ সেপ্টেম্বর : গণবিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা নেপালজুড়ে। আগুন আছড়ে পড়েছে নেপালের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন। বাদ যায়নি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনও। আর এই অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী।

জানা গিয়েছে, এদিন বিকেলে আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দেয় রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে। সেই সময় ভিতরে আটকে পড়েছিলেন স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। সে সময় বাড়িতে ছিলেন রাজ্যলক্ষ্মী। তাঁকে বাইরে থেকে আটকে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে অগ্নিদ্বগ্ধ অবস্থায় রাজ্যলক্ষ্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কীর্তিপুর বার্ন হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ নেপালের কমিউনিস্ট পার্টির (সিপিএন) সদস্য। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মাত্র ৬ মাসের জন্য এই পদে ছিলেন ঝালানাথ।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!