মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস প্রয়াত

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : প্রয়াত হলেন পাথারকান্দি বিধানসভার মেদলি জিপির তিন বারের প্রাক্তন সভাপতি তথা শ্রীভূমি জেলা চা মোর্চার প্রাক্তন জেলা সভাপতি অন্তু বাল্মীকি দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, এক কন্যা, পুত্রবধূ, নাতিন নাতনি আত্মীয়সজন সহ গুণমুগ্ধদের। লিভারজনিত কারণে গত শুক্রবার তাঁকে শিলচরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা পাথারকান্দি এলাকা সহ পরিচিতি মহলে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত অন্তু বাল্মীকি দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাসের প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ হওয়ার নয়। তিনি এও জানান, অন্তুবাবু ছিলেন দলের নিষ্ঠাবান সৈনিক। বিজেপি দলের প্রতি তাঁর নিষ্ঠা ও সমর্পণের জন্য দল চিরকাল তাঁকে মনে রাখবে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সাংসদ কৃপানাথ মালা, লোয়াইরপোয়া ও পাথারকান্দি মণ্ডল বিজেপি সভাপতি যথাক্রমে হৃষীকেশ নন্দী ও শশীবাবু সিনহা‌, পুতনি জিপির প্রাক্তন সভানেত্রী নমিতা গোয়ালা চাষা, চান্দখিরা জিপি প্রাক্তন সভাপতি অনিল কুমার ত্রিপাটি, যুব নেতা শচিন সাহু, সুদীপ গোয়ালা, ভিকি যাদব সুরজিৎ সিনহা, কৃষ্ণদেব নাথ, সঞ্জিব দেবনাথ প্রমুখ সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন অনেকই।

মেদলি জিপির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস প্রয়াত

Author

Spread the News