রাজ্যের মুখ্য তথ্য কমিশনার থেকে পদত্যাগ প্রাক্তন ডিজিপির
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : প্রাক্তন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদত্যাগ করেছেন। জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্ত তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা।
শ্যামকানু মহন্তের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক আরটিআই আবেদন দাখিল করা হয়েছে।
এই আরটিআই আবেদনগুলি দাখিলের পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভাস্করজ্যোতি মহন্তকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে।
অবশেষে মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ মেনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাক্তন আইপিএস কর্মকর্তা।

