কংগ্রেসে যোগদান প্রাক্তন ডিসিএফ মজিবুর রহমান চৌধুরী ও কুমারজিৎ দে-র

কংগ্রেসে যোগদান প্রাক্তন ডিসিএফ মজিবুর রহমান চৌধুরী ও কুমারজিৎ দে-র

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর শাঠের হাত ধরে যোগদান করলেন কাছাড়ের প্রাক্তন ডিসিএফ মজিবুর রহমান চৌধুরী ও কাটিগড়ার তিনবারের বিধায়ক প্রয়াত কালীরঞ্জন দে-র ছেলে কুমারজিৎ দে সহ অসংখ্য কর্মী। জেলার প্রাক্তন ডিসিএফ মজিবুর রহমান শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলের কর্মী ও সমর্থকরা সেখানে তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। এরপর বিশাল র‍্যালি করে তাঁকে জেলা কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসার পর মজিবুরকে স্বাগত জানান দলীয় নেতৃত্বরা। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সভায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর শাঠে উপস্থিত থেকে মজিবুর রহমান চৌধুরী ও কুমারজিৎ দে-কে দলীয় উত্তরীয় পরিয়ে দলে বরণ করেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মজিবুর রহমান চৌধুরী জানান, কংগ্রেসের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছেন। তাঁর পূর্ব-পুরুষরাও কংগ্রেসে থেকে দেশের সেবা করে গেছেন। এবং তিনিও জেলা বন আধিকারিক হিসেবে দীর্ঘদিন জনগণের পাশে থেকে কাজ করেছেন। অবসর গ্রহণের পর সমাজসেবার কথা মাথায় রেখে তিনি কংগ্রেস দলে যোগদান করেছেন।

কংগ্রেসে যোগদান প্রাক্তন ডিসিএফ মজিবুর রহমান চৌধুরী ও কুমারজিৎ দে-র

এদিকে, নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর শাঠে জানান, মজিবুর ও কুমারজিৎ-এর হাত ধরে দল আগামীতে আরও মজবুত ও শক্তিশালী হবে। বিজেপির অপশাসন ও শোষন নীতির বিরুদ্ধে দল ২০২৬ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং শাসক দল বিজেপির স্বৈরাচারী থেকে অসম রাজ্য মুক্ত করে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

Author

Spread the News