প্রাক্তন সমবায় চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী প্রয়াত

বরাক তরঙ্গ, ১ আগস্ট : প্রয়াত হলেন করিমগঞ্জ শহরের লাঘুয়া কানিশাইল এলাকার বাসিন্দা তথা প্রাক্তন সমবায় সমিতির চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস ও হার্টের অসুখে ভোগাছিলেন তিনি। বুধবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে সঙ্গে সঙ্গে পরিবারের লোক করিমগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এদিন রাত ১০ টা নাগাদ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বয়স হয়েছিল অনুমানিক ৬৫ বছর রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, তিন কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ ও আত্মীয়-স্বজন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকা সহ পরিচিত মহলে।পরে তাকে শেষ দেখা দেখতে দূর -দূরান্ত থেকে এসে উভয় সম্প্রদায়ের অসংখ্য মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার কানিশাইলস্থিত বাড়িতে ভিড় জমান। তাঁর মৃত্যুতে গোটা এলাকার সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত আতাউর রহমান চৌধুরী ছিলেন কানিশাইল-জবাইনপুর সমবায় সমিতির তিনবারের চেয়ারম্যান। তাছাড়া তিনি এলাকার বিভিন্ন সাংগঠনিক পদে থাকার পাশাপাশি অসহায় মানুষের সাহায্যার্থে সব সময় কাজ করে গেছেন বলে সবার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। এছাড়া তিনি করিমগঞ্জ জেলা এআইইউডিএফ এর প্রাক্তন সভাপতি আব্দুল মালিক চৌচৌধুরী ভাই ছিলেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রয়াতের জানাজার নামাজ সম্পন্ন হয়।

প্রাক্তন সমবায় চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী প্রয়াত

প্রয়াত বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসম্তপ্ত পরিবারের সদস্যদেরকে গভীর সমবেদনা জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন সমবায় মন্ত্রী সিদ্দিক আহমেদ, প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, কানিশাইলের বাসিন্দা তথা বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ, কানিশাইল -জবাইনপুর সমবায় সমিতির বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছিত, কর্ণমধু  সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হক, কানিশাইল-শরিফনগর জিপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী, শিক্ষাবিদ আতিকুর রহমান চৌধুরী, সিসি ক্লাব সভাপতি খয়রুল আলম চৌধুরী, কানিশাইলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল বাসিত, যুব এজিপির বদরুল হক, কংগ্রেসের আহমদ সাইল, সমাজসেবী জাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

Author

Spread the News