প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘গুরুজি’

৪ আগস্ট : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা সভাপতি শিবু সোরেন। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮১ বছর। শিবু সোরেন কিডনির সমস্যায় ভুগছিলেন।

গত জুন মাসের শেষ সপ্তাহে তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত দীর্ঘ চিকিৎসার পর এদিন সকালে তাঁর মৃত্যুসংবাদ সামনে আসে (Shibu Soren)।

তাঁর পুত্র এবং ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সংবাদ সংস্থা এএনআই-কে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি দিল্লিতেই রয়েছেন। জীবনের শেষ দিকে বার্ধক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন শিবু সোরেন। ঝাড়খণ্ড রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার মুখ্যমন্ত্রী হয়েছেন, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। আদিবাসী অধিকার রক্ষার লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম মুখ। রাজ্যজুড়ে ‘গুরুজি’ নামে পরিচিত ছিলেন তিনি।

Spread the News
error: Content is protected !!