পাথারকান্দি কেন্দ্রের পৃথক পৃথক সভায় তিনটি পঞ্চায়েত বডি গঠন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ জুলাই : বুধবার পাথারকান্দি কেন্দ্রের দু’টি ব্লকে পৃথক পৃথক সভায় তিনটি পঞ্চায়েত বডি গঠন করা হয়। এদিন প্রথমার্ধে লোয়াইরপোয়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নব গঠিত সলগই জিপির সভাপতি ও সহসভাপতি চয়ন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভানেত্রী নির্বাচিত হন পল্লবী কানু এবং সহসভাপতি হন সাব্বির আহমেদ। এর আগে সকল গ্রুপ সদস্য সদস্যাদের সাংবিধানিক মান্যতা হেতু শপথনামা পাঠ করান পাথারকান্দির সাবরেজিস্টার দীপ সুন্দর রায়।

পাথারকান্দি কেন্দ্রের পৃথক পৃথক সভায় তিনটি পঞ্চায়েত বডি গঠন

দিনের দ্বিতীয় সভায় আধিকারিক অনুষ্ঠান সম্পন্ন হয় ঝেরঝেরি জিপির। এতে সর্বসম্মতিক্রমে সভানেত্রী মনোনীত হন শাহনাজ পারভিন ও সহসভা‌নেত্রী আনোয়ারা বেগম লস্করকে। তার আগে পাথারকান্দির সাবরেজিস্টার আধিকারিকের উপস্থিতিতে জিপির সকল নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা নিজ পদের শপথ নেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রশাসনিক পর্যায়ে উভয় জিপির জন প্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পরে দু’টি জিপির সদ্য নির্বাচিত সভানেত্রী ও সহসভা‌নেত্রী নিজ প্রতি‌ক্রিয়া‌তে তাঁরা প্রত্যেকেই স্থানীয় এলাকার ভোটার সহ সদস্য সদস্যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের কথায় জনগণ আমাদের উপর যে ভরসা রেখে নির্বাচিত করেছেন আমরা সেই আস্থাটুকু অক্ষুন্ন রাখার চেষ্টা করবো। পাশাপা‌শি জিপির সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার করেন। তৎসঙ্গে তাঁদের টিম ওয়ার্কের প্রেক্ষিতে নিজ নিজ জি‌পিকে আগামীদিনে আদর্শ জিপি হিসাবে গড়ে তোলার সংকল্প নেন।  অনুষ্ঠানগুলোতে আধিকারিক স্তরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব বিশ্বজিত দাস, সচিব দেবব্রত দাস, অশোক সিনহা প্রমুখ। পরে নবাগতদের লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে জমকালো সংবর্ধনা দেন মণ্ডল সভানেত্রী সম্পারানি চৌধুরী সহ অন্যরা। দলীয় ভাবে প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধিদের গামছা পড়িয়ে মাল্যদান করে বরণ করা হয়। সেই সাথে তাঁদের মিষ্টি মুখ করে আগামীদিনে প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব সম্পাদন করার প্রত্যাশা ব্যক্ত করেন দলীয় পদাধিকারীরা। এবং সুখে দুখে জনগণের পাশে থেকে সমস্যা নিরস‌নের প্রয়াস করার পরামর্শ দেন।এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জিপির উন্নয়নে এক দৃষ্টান্ত স্থাপন হয় এই আহ্বান রাখেন দলীয় নেতৃত্বরা।

পাথারকান্দি কেন্দ্রের পৃথক পৃথক সভায় তিনটি পঞ্চায়েত বডি গঠন

এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাধাপ‌্যারী জেলা পরিষদ সদস্যা বীণারানি সিনহা, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, জেলা বিজেপির সহ সভাপতি ঋষিকেশ নন্দী, মণ্ডল সহ সভাপতি কিশোর চৌধুরী, ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান সহ অন্যরা। সভা শেষে হোড খোলা গাড়িতে ঝেরঝেরি জিপির সভানেত্রী ও সহ সভা‌নেত্রী সহ সদস্য সদস্যাদের নিয়ে ছোটো বড় শতাধিক গাড়ি সহযোগে বিজয় মিছিল করে সমর্থকেরা তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হন। সঙ্গে সুসজ্জিত গাড়ি ও বাজনা বাজিয়ে পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন জনগণ।

পাথারকান্দি কেন্দ্রের পৃথক পৃথক সভায় তিনটি পঞ্চায়েত বডি গঠন

অনুরূপ ভাবে এদিন পাথারকা‌ন্দি ব্লক কার্য‌াল‌য়ে অনু‌ষ্ঠিত প্রথম সভায় সর্ব সম্ম‌তিক্রমে পুতনি জিপিতে সভানেত্রী প‌দে নমিতা গোয়ালাচাষা ও সহসভা‌নেত্রী প‌দে বর্ণালি পলাই‌কে ম‌নোনীত করা হয়। সভার শুরু‌তে নব নির্বা‌চিত প্রত্যেক সদস্য সদস্যাকে শপথ বাক্য পাঠ করান পাথারকান্দির অ‌্যাটাচ সার্কেল অফিসার অদিতি নুনিসা, স‌ঙ্গে উপ‌স্থিত ছি‌লেন বি‌ডিও অজয় কার্কীছেত্রী। উ‌ল্লেখ‌্য, গত পাঁচ বছরও ন‌মিতা গোয়ালাচাষা পুত‌নি জি‌পির সভা‌নেত্রী ছি‌লেন। আধিকারিক সভা‌ শে‌ষে নতুন সভানেত্রী ও সহসভা‌নেত্রী‌ ও গ্রুপ সদস্যরা পাথারকান্দি থেকে লোয়াইরপোয়া মণ্ডলে আসলে তাঁদের মণ্ডলের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেছেন মণ্ডল সভানেত্রী সম্পারানি চৌধুরী। একই ভাবে পাথারকান্দি মণ্ডলেও নবাগতদের সংবর্ধনা দেওয়া হয় ।

Author

Spread the News