বরাক উপত্যকা এমইএস (বেসামরিক) পেনশনারর্স সোসাইটির কমিটি গঠন

বরাক উপত্যকা এমইএস (বেসামরিক) পেনশনারর্স সোসাইটির কমিটি গঠন

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের বরাক উপত্যকার এমইএস বিভাগের অবসরপ্রাপ্ত বিভিন্ন স্তরের কর্মচারীরা রবিবার শিলচর তারাপুরে বরাক উপত্যকা এমইএস (বেসামরিক) পেনশনারর্স সোসাইটি নামের একটি সংস্থার কমিটি গঠন করেন। এদিন উনারা অস্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী গঠন করা হয় তিন বছরের জন্য। সর্বসম্মতি ক্রমে সভাপতি আশিস বিশ্বাস, সহ-সভাপতি কেকে ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন বড়ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক এসকে আদিত্য ও রমিজ উদ্দিন মজুমদার, কোষাধ্যক্ষ মইনূল হক খান চৌধুরী সহ আরো অন্যান্যরা।

এদিন সোসাইটির নিয়ম, বিধি, উপ-আইন প্রণয়ন এবং ভবিষ্যত সভার আয়োজন করবে। সভাপতি অসীম বিশ্বাস জানান, এমইএস বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি বরাক উপত্যকা ভিত্তিক সংঘটনের প্রয়োজন রয়েছে বলে বহুদিন থেকে চিন্তাধারা চলে আসছিল, এর পরিপ্রেক্ষিতে উনার বিগত তিন বছর একটি অস্থায়ী কমিটির মাধ্যমে প্রত্যেক অবসর প্রাপ্ত কর্মচারীদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন, কিন্তু আজ সেই কমিটিতে সবার উপস্থিতিতে ও সর্বসম্মতি ক্রমে তিন বছরের জন্য স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই বরাক উপত্যকা এমইএস (বেসামরিক) পেনশনারর্স সোসাইটির কমিটির প্রত্যেক সদস্যরা কেবলমাত্র পেনশনের জন্য নয়,এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের পারিবারিক, সাংসারিক ও অর্থনৈতিক দিক দিয়ে একে-অপরের সাহায্য এগিয়ে আসবেন বলে অঙ্গীকারবদ্ধ হন।

Author

Spread the News