ঢাকা পৌঁছলেন বিদেশ সচিব বিক্রম

৯ ডিসেম্বর : ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে ঢাকায় পৌঁছোলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। ভারতের বিদেশ সচিবকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দপ্তরের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান।

সূত্রের খবর, এদিন অতিথি নিবাস পদ্মা ভবনে সে দেশের বিদেশসচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন তিনি। বৈঠকের পর মধ্যাহ্নভোজে যোগ দেবেন মিশ্রি। সূচি অনুযায়ী, এরপর বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিন রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিক্রম মিশ্রির।

ঢাকা পৌঁছলেন বিদেশ সচিব বিক্রম
Spread the News
error: Content is protected !!