চুরাইবাড়িতে বিদেশি সিগারট উদ্ধার, আটক ১

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ মে : বাজারিছড়া থানাধীন চোড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল একটি কন্টেনার লরি বোঝাই বিপুল পরিমাণের বিদেশি সিগারেট। এতে এই পাচার কাণ্ড জড়িত থাকায় পুলিশ আটক করেছে লরি চালককে। জানা গে‌ছে প্রতিদিনের মতো বুধবার দুপু‌রে চুরাইবাড়ি ওয়াচ‌ পোস্ট পু‌লি‌শের ইনচার্জ প্রণব মি‌লি পুলিশকর্মীদের নিয়ে চেকিং পয়েন্টে রুটিন তল্লাশু চালাচ্ছিলেন। সেই সময় এএস ০১ এনসি ৪৫৮৬ নম্ব‌রের এক‌টি খুচ‌রো সামগ্রী বোঝাই ক‌ন্টেনার লরি চেকিং পয়েন্টে পৌছলে লরিতে তল্লা‌শি চালালে লরির ভেতরে থাকা বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে ২৩৩৮ প‌্যাকে‌টে ৪৮৯৬০ পিস সুইজারল‌্যান্ড ও ই‌ন্দো‌নে‌শিয়া মেইড মার্লবোর্ড ও গুদংগরম ব্রান্ডের সিগা‌রেট উদ্ধার হয়।

এতে পুলিশ সঙ্গে সঙ্গে লরি চালকে আটক করে নিজ হেফাজতে নিয়ে যায় একই সাথে উদ্ধার হওয়া বিদেশি সিগারেট গুলো বা‌জেয়াপ্ত করে নিজ জিম্মায় নেয়। ধৃত  ক‌ন্টেনার চালক‌কে নাম আ‌রিজুল হক। তার বা‌ড়ি অস‌মের নলবা‌ড়ি‌তে বলে জানায়।

Author

Spread the News