শ্রীভূমিতে লোক কল্যাণ দিবস পালন ও লোক সেবা পুরস্কার প্রদান
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারত রত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর তিরোধান দিবস ৫ আগষ্ট,মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও লোক কল্যাণ দিবস হিসেবে পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এই দিবস পালন করা হয়। জেলা আয়ুক্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিবস পালনের সূচনা করেন। এতে এদিন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জীবনী উপর এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মচারী যারা কর্ম ক্ষেত্রে জনসেবায় বিশেষ অবদান রাখেন তাদেরকে এই দিবসে রাজ্য সরকার থেকে লোক সেবা পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা ও শংশা পত্র প্রদান ও চাকুরির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। এই উপলক্ষে শ্রীভূমি জেলায় এবছর তিনজন কর্মীকে লোক সেবা পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা আয়ুক্ত কার্যালয়ের নাজির সুব্রত নারায়ণ দেব, গাড়ি চালক আব্দুল রহমান ও সহকারী কৃষি পরিদর্শক বিদ্যুৎকান্তি পালকে জেলা আয়ুক্ত লোক সেবা পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা আয়ুক্ত গোপীনাথ বরদলৈর জীবন, আদর্শ, অসম গঠনে তার ভূমিকা নিয়ে সারগর্ভ আলোচনা করেন। তিনি সরকারি কর্মক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিরলস অবদান পর্দার আড়ালে থেকে যায়, সেই অবদানকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার থেকে চালু করা লোক সেবা পুরস্কারের ভূয়সী প্রশংসা করেন। এর ফলে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আরও স্পৃহা বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরুপ ভট্টাচার্য লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্য সরকার থেকে সরকারি কর্মক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভাল কাজের স্বীকৃতি প্রদান করার জন্য সরকারি এই প্রয়াসকে সাধুবাদ জানান। এর ফলে কর্মীদের মধ্যে জনগণের জন্য কাজ করার প্রবনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি মত পোষণ করেন। অন্য বক্তা হাবিবুর রহমান চৌধুরী লোক সেবা পুরস্কার প্রাপক তিন জনকে অভিনন্দন জানান এবং বলেন যে মনযোগ সহকারে জন সেবায় যারা কাজ করেন তাদের কাজের স্বীকৃতি আপনা আপনি চলে আসে। তিনি আরও বলেন, যে কোন পদে যদি নিষ্ঠা ও সততা সহকারে কাজ করা যায় তবে ওই কাজই দেশ গঠনের কাজ। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন এডিসি আনিস রসুল মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও মুন গগৈ, অতিরিক্ত পুলিশ সুপার অমৃত রাজ চৌধুরী, বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রভিনস্ত পাণ্ডে, পুরসভার সহ সভাপতি সুখেন্দু দাস, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, জেলা আয়ুক্ত কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার দেবজিৎ শর্মা, ডিআইপিআরও ইফতিখার জামান সহ বিভাগীয় আধিকারিক ও কর্মচারীরা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এতে অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা।