হাইলাকান্দিতে লোককল্যান দিবসে ৪ জনকে লোক সেবা পুরস্কার

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : হাইলাকান্দি জেলায়ও মঙ্গলবার লোকপ্রিয় গুপীনাথ বরদলৈর তিরোধান দিবস লোক কল্যাণ দিবস হিসাবে পালন করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কমিশনারের সভাকক্ষে গুপীনাথ  বরদলৈ-র কর্মজীবনের ওপর  আলোকপাত করে আধিকারিক ও কর্মচারীরা বক্তব্য পেশ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের চারজন সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্টকে লোকসেবা পুরস্কার প্রদান করা হয়। এই চারজন হলেন পঙ্কজ কুমার দত্ত, বিকাশ সূত্রধর, পার্থ নাথ এবং দিলীপ রায়। পুরস্কার হিসাবে তাদেরকে ২৫ হাজার টাকা অর্থ এবং একটি প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়া তাদের চাকরিজীবনেও এক বছর  বৃদ্ধি করা হবে।

Spread the News
error: Content is protected !!