বন্যা দুর্গত ১২০টি পরিবারের পাশে এভিবিপি পাথারকান্দি শাখা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ জুন : বর্ষার প্রলয়ংকরী রূপে ইতিমধ্যেই পাথারকান্দি ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ঘরছাড়া হয়েছে বহু মানুষ, দুর্ভোগের সীমা নেই। এই দুঃসময়ে বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) – এর পাথারকান্দি শাখা। মঙ্গলবার এক প্রতিনিধি দলের নেতৃত্বে সংগঠনের তরফ থেকে ১২০টি বন্যা দুর্গত পরিবারের হাতে প্যাকেটজাত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। শুধু ত্রাণ বিতরণই নয়, প্রতিনিধি দলটি এদিন বিপদাপন্ন এলাকার মানুষের খোঁজখবর নেন, তাঁদের সমস্যার কথা শোনেন, এবং মাঠে ময়দানে থেকে পাশে থাকার বার্তা দেন।এদিন প্রতিনিধি দলটি সরজমিনে পরিদর্শন করে পাথারকান্দির বন্যাক্রান্ত বেশ কয়েকটি এলাকাএর মধ্যে রয়েছে পাথারকান্দি পুরাতন কালীবাড়ি, কালীবাড়ি রোড, হাতিখিরা, বুবরিঘাট এছাড়া স্থানীয় আশ্রয় শিবিরগুলিতেও পৌঁছে দেওয়া হয় খাদ্যসামগ্রী, যাতে কেউ না থেকে যায় সাহায্যের আলোছায়ার বাইরে।এভিবিপি পাথারকান্দি শাখার পক্ষ থেকে জানানো হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় সমাজের প্রয়োজনে পাশে দাঁড়ায়। যখনই দেশ বা সমাজ কোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন আমাদের সংগঠন নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবারের এই ভয়াবহ বন্যাতেও আমরা নিরন্তর চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে দুর্গতদের সহায়তা করতে।

এদিনের সেবামূলক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এভিবিপি পাথারকান্দি শাখার একঝাঁক তরুণ কর্মী ও নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সায়ন দেব, গৌরব কর, দীপ দাস, অনিক দাস, সৌরভ দাস, প্রসেনজিৎ দেব, কনক চক্রবর্তী, কিশন দেব, সানি দাস, সুজয় পাল, সুরোজ কুমার কানু, প্রদীপ দেবনাথ, কৃষ্ণ নমসুদ্র, জয়ুতু দাস, কপিল পাল, অমিত পাল, বিশ্ব চন্দ প্রমুখ।

বন্যা দুর্গত ১২০টি পরিবারের পাশে এভিবিপি পাথারকান্দি শাখা
Spread the News
error: Content is protected !!