মহবুবুল হককে আনা হল শ্রীভূমিতে, আটক স্কুলের অধ্যক্ষা সহ পাঁচজন শিক্ষক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : USTM চ্যান্সেলর মহবুবুল হককে শ্রীভূমিতে নিয়ে আসা হল। শনিবার বিকেলে নিয়ে আসা হয় হককে। পাশাপাশি  পাথারকান্দি সেন্ট্রাল পাব্লিক স্কুলের অধ্যক্ষা সহ পাঁচজন শিক্ষককে আটক করা হয়।

এ দিকে, স্কুলের অধ্যক্ষা হীরামণি শইকিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে তদন্তে নেমে পুলিশ শনিবার সকাল থেকে একাধিক অভিযান চালিয়ে অধ্যক্ষা হীরামণি শইকিয়া, শিক্ষক বিজয় দত্ত, রজাক আলি, ইমদাদুর রহমান ও নোমান আহমদকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য শ্রীভূমি পুলিশ সদর কার্যালয়ে পাঠানো হয়।

পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুল আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে! এবারের অভিযোগ উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় স্বজনপোষণের। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে একাংশ পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়ায় গোটা স্কুলে।

মহবুবুল হককে আনা হল শ্রীভূমিতে, আটক স্কুলের অধ্যক্ষা সহ পাঁচজন শিক্ষক

শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় গোয়ালপাড়া থেকে ইউএসটিএমের অধীনে বেশকিছু শিক্ষার্থী অংশ নেয়, পাশাপাশি ছিল সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষার্থীরাও। অভিযোগ, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজের স্কুলের পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিলেও বাইরের পরীক্ষার্থীদের প্রতি সেই সহযোগিতা দেখাননি। এই বৈষম্যের প্রতিবাদে একাংশ পরীক্ষার্থী বিক্ষোভ শুরু করে, যা ধীরে ধীরে রূপ নেয় ব্যাপক ভাঙচুরে। উত্তেজিত একাদশ শ্রেণির ছাত্ররা স্কুলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা পাথারকান্দির সার্কেল অফিসার বলীন বাবা বালারীর নেতৃত্বে বাহিনী মোতায়েন করা হয়।

মহবুবুল হককে আনা হল শ্রীভূমিতে, আটক স্কুলের অধ্যক্ষা সহ পাঁচজন শিক্ষক

এ ঘটনায় ইউএসটিএমের উপাচার্য মহবুবুল হককেও গুয়াহাটির ঘোড়ামারার নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। তাকে শ্রীভূমি জেলা সদরেও নিয়ে আসা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে। মহবুবুল হক দাবি করেছেন, তাদের স্কুলের শিক্ষকরা নকল করতে দেয়নি বলেই এই ঘটনা ঘটানো হয়েছে এবং কেন তাকে গ্রেফতার করা হলো, সে সম্পর্কেও তিনি অনিশ্চিত।

এই ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Author

Spread the News