পুজোর মুখে বিহারের পাঁচ ছিনতাইবাজ গ্রেফতার শিলচরে
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : শিলচরে ধরা পড়লো বিহার থেকে আসা ছিনতাই চক্রের পাঁচ পাণ্ডা। পাঁচজনই বিহারের কিষানগঞ্জ এলাকার চরইপট্টির বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে সুরেশ সিং (৫৫), রাজ যাদব (৬২), মুকেশ যাদব (১৯), আনিস যাদব (১৯) ও সরবান শাহ (৩৮) এই পাঁচজনকে। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার নিউ শিলচর এলাকায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিউ শিলচর শাখার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এই পাঁচজনকে পাকড়াও করা হয়।
পুলিশের এক সূত্র জানান, জিজ্ঞাসাবাদ চালালে প্রথমত নানা বিভ্রান্তিকর কথা বলে পাশ কাটানোর চেষ্টা চালালেও পরবর্তীতে পাঁচজন স্বীকার করে যে দুর্গোৎসবের জমজমাট বাজারে ছিনতাইয়ের লক্ষ্যে দিন কয়েক আগে তারা শিলচরে এসেছে। পুলিশের সূত্রটি আরও জানান, একথা স্বীকার করলেও শহরে তাদের অন্য কোনও সঙ্গী এসেছে কিনা, আর এখানে আসার পর তারা কোথায় ডেরা বেঁধেছিল এনিয়ে পাঁচজন এ পর্যন্ত মুখ খুলেনি। সূত্রটির কথায়, নিজেদের সঙ্গী ও কোথায় ডেরা বেঁধেছে, এসব তথ্য জানতে চাওয়ার পর ধৃতরা যেভাবে উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে তা দেখে মনে হচ্ছে এরা খুব বড় মাপের পেশাদার গাঙের সদস্য। অনুমান করা হচ্ছে এদের আরও অনেক সঙ্গী পুজোর বাজারে ছিনতাই চালাতে এসে ভিড়েছে শিলচরে।
বুধবার পাঁচজনকে আদালতে পেশ করা হয়। এরপর আদালতের অনুমতিতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।