হাইলাকান্দিতে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : খুনের মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হাইলাকান্দিতে। এ সংক্রান্ত মামলার অ্যাডিশন্যাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী শান্তনু শর্মা জানান, শনিবার হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মাহমুদ হুসেন বড়ভূইয়া খুনের মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৩২৫ ধারামতে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। লালার মুক্তাছড়ার সুমন্ত নাথ, আনন্দমোহন নাথ, আশিসকুমার নাথ, সুমেষ নাথ এবং সজল নাথকে শনিবার আদালতের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
উল্লেখ্য, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর লালার উমেদনগর গ্রামের স্বপন নাথকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জেরে খুনের ঘটনার মামলায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডঃ মাহমুদ হুসেন বড়ভূইয়া। আরতি নাথ তাঁর ছোটভাই স্বপন নাথকে খুনের ঘটনার বিবরণ জানিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লালা থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মামলায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত।