পাঁচ দলিত নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ১৮ জন নাবালক

২৬ ফেব্রুয়ারি : পাঁচ দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ঝাড়খণ্ডে। ধর্ষণের অভিযোগে ১৮ জন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যারা ১৬ বছর বা তার ঊর্ধ্বে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকল নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকলকে সমস্ত সরকারি সাহায্য দেওয়া হচ্ছে ।

ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কুন্তিতে। রানিয়া এলাকা থেকে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে ওই পাঁচ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সব ঘটনা খুলে বলায় পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

কুন্তির পুলিশ সুপার আমন কুমার জানিয়েছেন, রানিয়া পুলিশ স্টেশনে ওই নাবালিকাদের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্র বিশেষ দল গঠন করে ১৮ জন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতাদের বয়ান অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১২৬ (২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১২৭ (২) (অন্যায়ভাবে আটকে রাখা), ১১৫ (২) (স্বেচ্ছায় আঘাত করা), ১০৯ (১) (হত্যার চেষ্টা) এবং ৭০ (২) (১৮ বছরের কম বয়সী মহিলাদের গণধর্ষণ) এবং পকসো আইনের ৪ (যৌন নির্যাতন) এবং ৮ (যৌন নির্যাতনের শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পাঁচ দলিত নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ১৮ জন নাবালক

ঝাড়খণ্ড পুলিশের ডিজিপি অনুরাগ গুপ্ত বলেন, ”১৮ জন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সকলেই নাবালক। এই মামলায় নির্যাতিতাদের সকল সরকারি সুযোগসুবিধা প্রদান করা হচ্ছে।” তিনি আরও বলেন, ”১৬ বছরের বেশি বয়সী ছেলেদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে। যাতে আমাদের সমাজে ছেলেরা এই ধরনের নোংরা কাজ না করে।”
খবর : আজকাল ডট ইন।

Spread the News
error: Content is protected !!