পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা খোঁজের
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিল খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। শনিবার আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানায় তাঁদের। সংবর্ধিত হলেন অসম হকি সংস্থার জয়েন্ট সেক্রেটারি তাহেরা লস্কর ও হলেন (মাস্টার ট্রেইনার) হজ প্রশিক্ষক আবুল হোসেন মাঝারভূইয়া। বাকি তিনজন হলেন স্বেচ্ছাসেবী ত হজযাত্রীদের সেবা করছেন বিনা বেতনে, আমির হোসেন লস্কর, রিয়াজ উদ্দিন লস্কর ও আলিম উদ্দিন লস্কর।

এ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ড. তুষারকান্তি কানোগ, সম্মানিত অতিথি ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সমাজসেবী পরিতোশ চন্দ্র দত্ত, প্রাক্তন প্রিন্সিপাল এসএস কলেজ, সমাজসেবী সুরজিৎ সুম, বিজয়ী সঙ্গে ক্লাবের সভাপতি রঞ্জিত চৌধুরী, সংস্থার সভাপতি ডাক্তার এম মাসুম, উপ সভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক সজল লস্কর, এজিএস রেজওয়ান খান, ক্যাশিয়ার কামাল লস্কর, বক্তারুজ্জামান, গৌতম পাল, বাপ্পা দাস, খালেদা আক্তার লস্কর, একে একে সবাই তাদের বক্তব্য পেশ করেন। আসাম হকি সংস্থার জয়েন সেক্রেটারি তাহেরা লস্করের হাতে সম্মাননা তুলে দেন, তুষার কান্তিক আনন্দ কল্যাণ কুমার চক্রবর্তী ও যাত্রার মাসুম, আবুল হোসেন এর হাতে সম্মাননা তুলে দেন পিসি দত্ত সীমান্তবর্তী ডাঃ এম মাসুম, রিয়াজ লস্করের হাতে তুলে দেন কামাল লস্কর রেজওয়ান খান, তাজ উদ্দিন, আমির হোসেন হাতে তুলে দেন সুরজিৎ সুন গৌতম পাল রঞ্জিত চৌধুরী রিজওয়ান খান। একটি উত্তরীয় একটি সাল একটি ফুলের তোড়া ও একটি মোমেন্ট দিয়েছেন, এই ফুলের তুড়ি দিয়েছেন করিমগঞ্জ সাদারাশির প্রাক্তন শিক্ষক আবিদুর রহমান চৌধুরী (নববার্তা প্রসঙ্গের কর্ণধার) উলের তৈরি সাল দিয়েছেন কল্যাণকুমার চক্রবর্তী, মমেন্টও দিয়েছেন সজল লস্কর, খাওয়ার ব্যবস্থা করেছেন তাহেরা লস্কর, ডঃ এম মাসুম, সজল লস্কর। তাহেরা লস্কর বলেন আগামীতে হকি খেলার উন্নতি জন্য উনি কাজ করবেন, আবুল হোসেন সংস্থা কে ধন্যবাদ জানান আর এই সংস্থার সাথে উনার কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, এই সংস্থার মাধ্যমে যারাই মক্কা মদিনাতে ওমরা হজে যাবেন ইস্পিশিয়াল ডিসকাউন্ট থাকবে। এর পূর্বে কাশ্মীরে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়,
