খোঁজের ফুটবল খেতাব দখল মাছখালের

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ জুন : সোনাইয়ে খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের খেতাব দখল করল মাছখাল এফসি। তারা বনতারাপুর এফসি-কে ৩-২ গোলে পারিজিত করে চ্যাম্পিয়ন হয় মাছখাল এফসি। শনিবার সোনাই ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় নিত্যগোপাল স্কুলের মাঠে ফাইনাল ম্যাচে কিছু লড়াই করতে হয়েছে মাছখালের। ফাইনালে জোড়া গোল করেন ফুলমুন টঙার। ২২ ও ৪৯ মিনিটে গোল করেন তিনি। খেলার ১৬ মিনিটে প্রথম গোল করেন ইউনিস পালঙ। ২-০ গোলে প্রথমার্ধ্ব শেষ হয়। ৫৪ মিনিটে গোলের খাতা খুলেন হিরেন সিংহ। ৬০ মিনিটে ব্যবধান কমিয়ে দেন এম রঞ্জিত সিংহ। ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান ফুলমুন।

খোঁজের ফুটবল খেতাব দখল মাছখালের

টুর্নামেন্টের সেরা গোল কিপার পুরস্কার পান মাছখালের রাহুল লালমিন। সর্বোচ্চ গোলাদাতা পুরস্কার পেয়েছেন ফুলমুন টঙার। সেরা স্ট্রাইকার হন হিরেন সিংহ।

খোঁজের ফুটবল খেতাব দখল মাছখালের

খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন শিলচরের সুনামধন্য খেলোয়াড় কৃষ্ণবাহাদুর ছেত্রী, বাহারুল ইসলাম লস্কর, দেবেন শুক্লবৈদ্য, সমর ঘোষ, কমরুল ইসলাম মজুমদার, গণেশ ভদ্র, সালে আহমেদ, উত্তম চৌধুরী, অতনু চৌধুরী, তাহিরা লস্কর, কমল লস্কর, রেজোয়ান খান, সভাপতি ডাঃ এম মাসুম, স্পনসারার পিসি দত্ত, সুরজিৎ সোম, সজল লস্কর, খোকন লস্কর, আহমেদ লস্কর। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি কৃষ্ণবাদুর ছেত্রীসহ অন্যান্যরা।

খোঁজের ফুটবল খেতাব দখল মাছখালের

এ দিন খেলা পরিচালনা করেন ইজাজা আহমেদ, প্রবীণ বর্মন, সাহিদ চৌধুরী ও হৃদয় মজুমদার।

Spread the News
error: Content is protected !!