শিলচরে স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথম সিআরপিএফ

শিলচরে স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথম সিআরপিএফ

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : শিলচর ডিএসএ-তে জেলার স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানের প্যারেডে অংশ গ্ৰহণ করে প্রথম পুরস্কার অর্জন করে ১৪৭ নম্বর সিআরপিএফ  ব্যাটালিয়েন। প্যারেড প্রদর্শনে প্রথম পুরস্কার অর্জন করায় খুশি ব্যক্ত করেন কমান্ডেন্ট ব্রোনো.এ সহ টু.আইসি একে চৌবে, এনকে সারান, ডিসি আরকে শর্মা, ডাঃ এল পাথারি প্রমুখ।

শিলচরে স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথম সিআরপিএফ

এ দিন, কাশীপুরস্থিত ১৪৭ নম্বর সিআরপিএফ ক্যাম্পে সাড়ম্ভড়ে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। সকালে প্যারেডের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কমান্ডেন্ট ব্রোনো.এ।

Spread the News
error: Content is protected !!