নাগাটিলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : শিলচর শহরতলী উত্তর কৃষ্ণপুর নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার বুধবার সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করেন। এরপর কিছু কাজের জন্য রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিষ্ঠানের আশে পাশে ছিলেন। তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। রাত আনুমানিক ১২-৪৫ মিনিট নাগাদ তার কাছে ফোন যায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তখন তিনি ঘটনা স্থলে এসে দেখেন স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে ফোন করায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তৎক্ষনে তার ফার্ণিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেলেও হার্ডওয়্যারের দোকানে কোন কিছু সামগ্রী রক্ষা করা যায়নি। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আগুন লাগার কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনার বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন।