বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতর খোঁজ

ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা এয়ার ইন্ডিয়ার

১২ জুন : গোটা দিন ধরে তল্লাশি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলল এক আহতের। নাম রমেশ বিশ্বকুমার। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাগ্রস্থ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানে চড়েছিলেন তিনি। বিমানবন্দরের অভ্যন্তরীণ সূত্রের মারফৎ জানা গিয়েছে, বিমানের ১১এ নং আসনে বসেছিলেন তিনি। ভাগ্যের জোরে তিনি এখনও জীবিত।

এদিন সংবাদসংস্থা ANI-কে সর্বপ্রথম এই আপাতত একমাত্র জীবিতের কথা জানায় আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক। তিনি সংবাদসংস্থাকে জানান, ‘১১এ আসনে তিনি বসেছিলেন। পুলিশই তার হদিশ পায়। আপাতত তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন।’ তবে ইনি একমাত্র জীবিত নাকি আরও কেউ রয়েছে? এছাড়াও কত জনেরই বা মৃত্যু হয়েছে? সেই নিয়ে প্রশ্ন করা হলে ANI-কে সরাসরি সংখ্যা তুলে কোনও উত্তর দেন না আহমেদাবাদ নগরপাল। বরং তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কারণ বিমানটি জনবসতি পূর্ণ এলাকায় এসে ভেঙে পড়েছিল।’

বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতর খোঁজ

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া যা টাটা গোষ্ঠীর আওতাধীন। এদিন দুর্ঘটনার পর সন্ধ্যা নাগাদ মৃতদের পরিবারের জন্য বিরাট ঘোষণা করে সেই সংস্থা। নিজেদের সমাজমাধ্যমে তারা জানায়, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি, যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে টাটা গোষ্ঠী।
খবর : tv9 Bangla.

Spread the News
error: Content is protected !!