মধুরবন্দ রেডরোজ ফুটবল অ্যাকাডেমিতে টি-শার্ট ও ফুটবল দিল খোঁজ
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : ‘মোবাইল মুক্ত ও নেশা মুক্ত সমাজ’ গড়ার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা খোঁজ শিলচর। লড়াইয়ের অঙ্গ হিসেবে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে খোঁজ। খেলাধুলার আয়োজন থেকে শুরু করে ক্লাব বা খেলোয়াড়দের উৎসাহ দিয়ে কখনও খেলার সামগ্রী আবার কখনও খাবার নিয়ে পৌছান খোঁজ এর কর্মকর্তারা। অনুরূপ ভাবে রবিবার মধুরবন্দ রেডরোজ ফুটবল অ্যাকাডেমিতে টি-শার্ট ও ফুটবল নিয়ে পৌঁছেন কর্মকর্তারা। ফুটবল প্রশিক্ষক নাকিব চৌধুরী উপস্থিতিতে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর ১৬টি জার্সি ও একটি ফুটবল প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন। এতে আমন্ত্রিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক অরিজিৎ গুপ্ত, ফুটবল সহ-সম্পাদক অতনু চৌধুরী, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ছালে আহমেদ লস্কর, বিজয়ী সংঘের যুগ্মসচিব গৌতম পাল, আইনজীবী আলি রাজা ওসমানি, সমাজকর্মী রাজু হাজারি প্রমুখ।
আজকের এই কর্মসূচির স্পন্সর ছিলেন সজল লস্কর। তিনি তাঁর ছেলের জন্মদিন উপলক্ষে সেগুলো বণ্টন করেন।
এ দিকে, সুমিতের জন্মদিন উপলক্ষে দশটি ক্লাবকে ১৫০ টি-শার্ট, ১৫টি বল মা মাম্পি লস্কর বিভিন্ন ক্লাবকে দেওয়ার জন্য খোঁজের হাতে তুলে দিয়েছিলেন।