আজ লক্ষ্মী পুজো, জেনে নিন পুজোর শুভ সময়
৬ অক্টোবর : আজ লক্ষ্মী পুজো। প্রস্তুতি প্রায় শেষ। মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে প্রায় প্রতিটা পরিবার।
লক্ষ্মী পুজোর সময় সাধারণত দুই পঞ্জিকা মেনে স্থির হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ পরদিন, মঙ্গলবার, সকাল ৯টা ১৮ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ সোমবারই। সময়টা একটু আলাদা। সকাল ১১টা ১২ মিনিট ৪৩ সেকেন্ডে পূর্ণিমা শুরু হচ্ছে। পরদিন ৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিট ২৭ সেকেন্ড তিথি স্থায়ী হবে। সকলেই জানেন, কোজাগরী লক্ষ্মী পুজো রাতে হয়। তাই ৬ অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যেই লক্ষ্মী দেবীর আরাধনা করা উচিত। তার শুভ সময় হল পঞ্জিকা মতে, ৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে। তবে কেউ চাইলে ৭ অক্টোবর সকালেও পূর্ণিমা ছাড়ার আগে পুজো করতে পারেন।
‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানায় বরাক তরঙ্গ গ্রুপ।